100 General Knowledge Questions On World Geography In Bengali
100 General Knowledge Questions On World Geography In Bengali
1.কোনটি হল ভারতের দীর্ঘতম বাঁধ?
উত্তরঃ হিরাকুন্দ বাঁধ।
2. পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন করে কোন্ দেশ?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র।
3. কাম্পুচিয়ার বর্তমান নাম কী?
উত্তর: কম্বোডিয়া।
4. কোন্ দেশকে মৎসজীবীদের দেশ বলা হয়?
উত্তর: নরওয়েকে।
5. বিশ্ব অরণ্য দিবস কোন দিনকে পালন করা হয়?
উত্তর: ২১ মার্চ।
6. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর আফ্রিকায়।
7. কোন্ দুটি মহাসাগরকে যুক্ত করে পানামা খাল দুটির নাম উল্লেখ কর?
উত্তর: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে।
8. কোনটি হল পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর সেটির নাম লেখো?
উত্তর: গ্রেট ব্যারিয়ার রিফ।
9. সোনা উৎপাদনে প্রথম কে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা।
10. জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোন্টি
উত্তর: আমাজন।
12. যেটি ইউরোপের বৃহত্তম নদী সেটির নাম কি ?
উত্তর: ভগলা।
13.সেটি কোনটি, যেটি বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ নামে পরিচিত?
উত্তর: সুপিরিয়র।
14.জোজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করেছে?
উত্তর: শ্রীনগর ও লে।
15. কোন দেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট বা সাগর মাথা?
উত্তর: নেপাল-চিন। প্রশ্ন:
16.যে দেশে অবস্থিত অন্নপূর্ণা পর্বত, সেই দেশ্টির নাম কি?
উত্তর: নেপালে।
17.যে দেশে মাউন্ট কামেট পর্বত অবস্থিত, সেই দেশটির নাম কি?
উত্তর: ভারতে।
18. নন্দদেবী পর্বত কোন দেশে অবস্থিত?
উত্তর: ভারতে।
19. ভূস্বর্গ কাকে বলে?
উত্তর: কাশ্মীরকে।
20. দর্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: কাঞ্জনজঙ্ঘা।
21. কৃষ্ণগিরি কাকে বলে?
উত্তর: কারাকোরাম পর্বতশ্রেণিকে।
22. দক্ষিণের গঙ্গা কাকে বলে?
উত্তর: কাবেরীকে।
23. তিব্বতে ব্রহ্মপুত্র কী নামে পরিচিত?
উত্তর: সাংপো।
24. অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম কী?
উত্তর: ডিহং।
25. সিন্ধুর উপনদী কী?
উত্তর: শতদ্রূ।
26. সমগ্র ভারতের বৃহত্তম মহানগর কোন্টি?
উত্তর: মুম্বই।
27. কোন্টি হল পূর্ব ভারতের বৃহত্তম মহানগর?
উত্তর:কলকাতা।
28. ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর কোন্টি?
উত্তর: কলকাতা।
29. ভারতের মোট আয়তন কত?
উত্তর:৩৩ লক্ষ বর্গকিমি।
30. ভারতের কত বছর অন্তর আদমসুমারি হয়?
উত্তর: দশ বছর।
31. ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা কত?
উত্তর:১২১,০১,৯৩,৪২২ জন।
32. ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতে সাক্ষরতার হার কত?
উত্তর:98,081
33. ভারতের জলবায়ু কী রূপ প্রকৃতির?
উত্তর:ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। প্রশ্ন: 134. ফুজিয়ামা কী জাতীয় পর্বত?
উত্তর:আগ্নেয় পর্বত।
35. ভারত মহাসাগরের উত্তরাংশের স্রোত নিয়ন্ত্রিত হয় কোন্ বায়ুর দ্বারা?
উত্তর: মৌসুমি বায়ুর দ্বারা।
36. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
উত্তর : কুঞ্চিকল।
37. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ক্রান্তীয় অঞ্চলে বিধ্বংসী ঝড়কে কী বলা হয়?
উত্তর: হ্যারিকেন।
প্রশ্ন: 138. ভারতের বৃহত্তম প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর: লক্ষদ্বীপ।
39. মহানদীর একটি উপনদীর নাম কী? উত্তর: বৈতরণী/ব্রাক্মণী।
40. গোদাবরী একটি উপনদীর নাম কী?
উত্তর: ইন্দ্রাবতী/পেনগঙ্গা/ওয়ার্ধা।
41. কাবেরীর একটি উপনদীর নাম কী?
উত্তর: সিমলা/ভবানী/বেদবতী।
42. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর: মধ্যপ্রদেশের।
43. ‘ভারতের গম ভাণ্ডার’ কাকে বলে?
উত্তর: শতদ্রু নদীর অববাহিকাকে।
44. লক্ষ দ্বীপের একমাত্র অর্থকরী ফসল কী?
উত্তর: নারকেল।
45. ভারতের প্রাচীনতম তৈলকেন্দ্রটির নাম কী?
উত্তর: অসমের ডিগবয়।
46. ভারতে কোন্ জাতীয় লৌহ আকরিক পাওয়া যায়?
উত্তর: হেমাটাইট।
47. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কেন্দ্রটির নাম কী?
উত্তর: ছত্তিশগড় রাজ্যের ভিলাই।
48. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোন্টি?
উত্তর: অন্ধ্রের বিশাখাপত্তনমে ‘হিন্দুস্তান শিপ ইয়ার্ড’
49. ভারতের বৃহত্তম কয়লা খনিটি কোথায় অবস্থিত?
উত্তর: ঝরিয়ায়।
50. ভারতের বৃহত্তম পেট্রো-রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে?
উত্তর: ভাদোদরায়।
51. ভারতের বন্দর ভিত্তিক ইস্পাত কারখানাটি কোথায় গড়ে উঠেছে?
উত্তর: বিশাখাপত্তনমে।
52. ভারতের প্রথম লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্রটি ১৮৩০ সালে কোথায় গড়ে উঠেছিল?
উত্তর: পোর্টোনোভাতে ।
53. ভারতের প্রথম সৌর বিদ্যুৎকেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে?
উত্তর: ভুজে (গুজরাট)।
54. ভারতের কোথায় প্রথম Tidal Power Plant স্থাপিত হয়েছিল?
উত্তর: কান্ডালায়।
55. উশ্ৰী জলপ্রপাত কোথায় আছে?
উত্তর: ঝাড়খণ্ডের গিরিডিতে।
56. ভারতে মহাসাগরে সাইক্লোন, হ্যারিকেন, টর্নেডো ও টাইফুনের মধ্যে কোন্টি সবচেয়ে বেশি ঘটে?
উত্তর: সাইক্লোন।
57. ভারতে তুলো চাষের আদর্শ অঞ্চল কোন্টি?
উত্তর: দাক্ষিণাত্যের মালভূমি।
58. ভারত মহাসাগরে কী ধরনের ঝড়প্রায়ই দেখা যায়?
উত্তর: সাইক্লোন।
59. ‘শ্বেতবিপ্লব’ কোন্ উৎপাদনের সঙ্গে যুক্ত?
উত্তর: দুধ।
60. ‘বাদামী বিপ্লব’ কোন্ উৎপাদনের সঙ্গে যুক্ত?
উত্তর: খনিজ তেল।
61. অশোক লেল্যান্ড ট্রাক তৈরির কারখানা কোথায় অবস্থিত?
উত্তর: চেন্নাই-এ।
62. ওড়িশার ‘করহা' উপজাতির পেশা কী?
উত্তর: সাপ খেলা দেখানো।
63. ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহরটির নাম কী?
উত্তর: ফুন্টশোলিং।
64. মধ্যপ্রদেশের পুরনো নাম কী ছিল?
উত্তর: সেন্ট্রাল প্রভিন্স।
65. ‘বিশ্বকয়লাখনি দিবস’ কত তারিখে পালিত হয়?
উত্তর:৪ মে।
66. কত সালে বন সংরক্ষণ আইন হয়?
উত্তর: ১৯৫২ সালে।
67. ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO) স্যাটেলাইট সেন্টার আছে কোথায়?
উত্তর: বেঙ্গালুরুতে।
68. অসমের পাখিরালয়ের নাম কী?
উত্তর: মানস।
69. ‘সেভেন ফলস? কোথায় আছে?
উত্তর: শিলং-এর কাছে।
70. নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র আছে কোন্ রাজ্যে ?
উত্তর: অন্ধ্রপ্রদেশে।
71. ভারতের জাহাজ গবেষণাগার কোথায় আছে?
উত্তর: চেন্নাই-এ (তামিলনাড়ু)।
72. ভারতের দুধ গবেষণাগার কোথায় আছে?
উত্তর: কারণার-এ (বেঙ্গালুরু)।
73. কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে?
উত্তর: মহারাষ্ট্রে।
74. সুরাত বন্দর আছে কোন্ রাজ্যে?
উত্তর: গুজরাত।
75. লোকতক হ্রদ আছে কোন্ রাজ্যে?
উত্তর: মনিপুরে।
76. ‘কুইন অফ্গাড়োয়াল' কাকে বলা হয়?
উত্তর: ভারতের নীলকণ্ঠ পাহাড়কে।
77. কোচি বন্দর কোথায় আছে?
উত্তর:কেরলে।
78. ইক্ষু উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম?
উত্তর: উত্তর প্রদেশ।
79. ভারতের সবচেয়ে বড়ো মসজিদ কোনটি?
উত্তর: জামা মসজিদ।
80. ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করা রেখাটির নাম কী?
উত্তর:র্যাডক্লিফ নাইন।
81. ‘ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার' আছে ভারতের কোথায়?
উত্তর: নাগপুরে।
82. ভারতে প্রথম জনগণনা হয় কোন বছর?
উত্তর: ১৯৫২ সালে।
83. কোন দেশের সঙ্গে ভারতের সবচেয়ে বেশি রপ্তানি বাণিজ্য হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
84. ভারতে শিল্পরুগ্নতার মূল কারণ কী? উত্তর: মুনাফায় ঘাটতি।
85. ভারতে প্রথম সুতিবস্ত্র শিল্প কত সালে কোথায় গড়ে ওঠে?
উত্তর:১৮১৮ সালে কলকাতায়।
86. ‘মীনাবক্কম বিমান বন্দর’ আছে কোন শহরে?
উত্তর: চেন্নাই-এ (তামিলনাড়ু)।
87. ভারতের তের প্রথম সিমেন্ট শিল্প কত সালে, কোথায় গড়ে ওঠে?
উত্তর: ১৯০৪ সালে, মাদ্রাজে (চেন্নাই)।
88. ভারতীয় প্রমাণ সময় ও গ্রীনিচের গড় সময়ের ব্যবধান কত?
উত্তর:৫.৩০ মিনিট।
89.ভারতের সবচেয়ে বড়ো উপহ্রদ কোনটি?
উত্তর:ওডিশা ও অন্ধ্রপ্রদেশের সীমান্ত চিলিকা।
90. কোন শহরকে ‘চন্দন বৃক্ষের মন্দির' বলা হয়?
উত্তর: মাদুরাইকে।
91. কোন্ শহরকে ‘হ্রদের নগরী’ বলে?
উত্তর: হায়দরাবাদকে।
92.কোন শহরকে ‘আনন্দের শহর' বলা হয়?
উত্তর: কলকাতাকে।
93, ভারতের কাগজশিল্প কত সালে, কোথায় গড়ে ওঠে?
উত্তর:১৮১২ সালে, শ্রীরামপুরে।
94. ভারতের বৃহত্তম সুড়ঙ্গপথের নাম কী?
উত্তর: জওহর টানেল, বানিহান গিরিপথ (জম্মু ও কাশ্মীর)।
95. 'গান্ধিসাগর অভয়ারণ্য' কোথায় আছে?
উত্তর:মধ্যপ্রদেশে মান্ডসাউরে।
96. ‘তুঙ্গভদ্রা' অভয়ারণ্য' কোথায় আছে?
উত্তর: কর্ণাটকের বেল্লারীতে।
97. ‘রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র’ আছে ভারতের কোন রাজ্যে?
উত্তর:উত্তরপ্রদেশে।
98.‘নারোরা পরমাণু বিদ্যুৎকেন্দ্র আছে কোন্ রাজ্যে?
উত্তর:উত্তরপ্রদেশে।
99. ভারতের সর্বোচ্চ সড়কপথ কোনটি?
উত্তর:খারদুংলা সড়কপথ।
প্রশ্ন: 200. কত সালে মাদ্রাজের নাম বদলে চেন্নাই হয়?
উত্তর:১৯৯৬ সালে।