100+ Sports Gk Questions Answer In Bengali||খেলাধুলা||Part-2

 100+ Sports Gk Questions Answer In Bengali||খেলাধুলা||Part-2

100+ Sports Gk Questions Answer In Bengali||খেলাধুলা||Part-2

100+ Sports Gk Questions Answer In Bengali||খেলাধুলা||Part-2

1.  কোন্ দেশ প্রথমবার চ্যাম্পিয়ন হয় মহিলাদের বিশ্বকাপ হকি প্রতিযোগীতায়?

উত্তর: ইংল্যান্ড।

2. হকি খেলার মাঠের ক্ষেত্রফল কত?

উত্তর: ১০০ গজ × ৫৫-৬০ গজ।

3. হকি মাঠের দুটি গোলপোস্টের মধ্যে কত ব্যবধান থাকে?

উত্তর: ৪ গজ।

4. হকি খেলাতে গোর্লপোস্টের উচ্চতা কত থাকে?

উত্তর: ৭ ফুট।

5. হকি বলের ওজন কত আউন্সের বেশি হয় না? 

উত্তর: ৫ আউন্স।

6. হকি লাঠির ওজন কত আউন্সের বেশি হলে চলবে না?

উত্তর: ২৮ আউন্স।

7. ধনরাজ পিল্লাই হকিতে কোন্ বছর রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার লাভ করেন?

 উত্তর: ১৯৯৯-২০০০ সালে।

8. আইস হকি ক্রীড়াক্ষেত্রের নাম কী?

উত্তর: রিং।

9. আইস হকি খেলার খেলোয়াড়ের সংখ্যা কত?

উত্তর: ৬ জন।

10.স্যানলি কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত?

উত্তর: আইস হকি।

11. আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) কতসালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯২৪ সালে। (প্যারিস, ফ্রান্স)।

12.কোন্ দেশের জাতীয় খেলা আইস হকি (শীতকালীন)?

উত্তর: কানাডা।

13. ভলিবল খেলাটি কোন্ দেশে অবস্থিত হয়েছিল?

 উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে। 

14. ভলিবল খেলার প্রাচীন নাম কী ছিল?

উত্তর: মিনটো নেট্রো। 

15. কোন্ অলিম্পিকে প্রথম ভলিবল অন্তর্ভুক্ত হয়?

উত্তর: জাপান অলিম্পিকে (১৯৬৪ সালে)।

16. ভলিবলে একদলে কয়জন করে খেলোয়াড় খেলে?

উত্তর: ৬ জন করে।

17. ভলিবল কোর্টের দৈর্ঘ্য কত মিটার?

 উত্তর: ১৮ মিটার। 

 I8. ভলিবল কোর্টের প্রস্থ কত মিটার হয়ে থাকে?

উত্তর: ৯ মিটার।

19. ভলিবল জালটির দৈর্ঘ্য কত মিটার হয়? 

উত্তর: ৯.৫০ মিটার।

20. ভলিবলের সাথে যে অ্যান্টেনাটি সংযুক্ত থাকে  সেটি কত মিটার লম্বা হয়?

উত্তর; ১.৮০ মিটার।

21. ভলিবলের বলের পরিধি কত সেন্টিমিটার হয়ে থাকে?

 উত্তর: ৬৫-৬৭ সেন্টিমিটার।

22. ভলিবল খেলার প্রতিটি দল প্রতিবার কয়টি করে বল সার্ভিস করতে পারবে?

উত্তর: ১০টি।

23. কোন সাহিত্যিকের রচনাকে হ্যান্ডবলের কথা উল্লেখ আছে?

উত্তর: হোমার।

24. আধুনিক হ্যান্ডবল খেলার জন্ম কোন্ দেশে হয়েছিল?

উত্তর: জার্মানিতে।

25. বার্লিন অলিম্পিকে কোন্ দেশটি হ্যান্ডবল বিজয়ী হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে?

উত্তর: জার্মানি।

26. হ্যান্ডবল মাঠের দৈর্ঘ্য কত হয়ে থাকে?

মাউত্তর: ৪০ মিটার।

27. হ্যান্ডবল খেলার মাঠের প্রস্থ কত মিটার হয়ে থাকে?

উত্তর: ২০ মিটার।

28. হ্যান্ডবলের গোলপোস্ট কত মিটার হয়ে থাকে? 

উত্তর: লম্বায় ৪ মিটার।

29. হ্যান্ডবল খেলার সময়সীমা কত মিনিট?

উত্তর: ৭০ মিনিট।

30. হ্যান্ডবলের প্রতি দলে কত জন খেলোয়াড় থাকে?

উত্তর: ১২ জন।

31. বাস্কেট বলের জন্ম কোন্ দেশে হয়েছিল? 

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।

32. বাস্কেট বল খেলাটির আবিষ্কর্তা কে?

উত্তর: ড. জেমস লাইস্মিথ।

33. ২০০২ সালে বিশ্ব বাস্কেট বল প্রতিযোগিতায় কোন দেশ চ্যাম্পিয়ান হয়?

উত্তর: যুগোস্লাভিয়া।

34. সাধারণত বাস্কেট বল খেলার সময় কত?

উত্তর: ৫০ মিনিট।

35. বাস্কেট বল খেলায় প্রতিদলে কতজন খেলোয়াড় অংশ গ্রহণ করে?

উত্তর: ৫ জন।

36. আধুনিক লন টেনিসের সূচনা কখন থেকে হয়?

উত্তর: ১৮৭৩ সাল থেকে।

37. লন টেনিস কোন্ ভারতীয় প্রথম অলিম্পিকের আসরে ব্রোঞ্জ পদক লাভ করেন?

উত্তর: লিয়েন্ডার পেজ।

38. টেনিস খেলায় সমতা পয়েন্ট বলা হয় কতকে?

উত্তর: ৪০-৪০।

39. লন টেনিস ক্রীড়াক্ষেত্রের নাম কী? 

উত্তর: কোর্ট/এরেনা।

40. ডেভিস কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত?

উত্তর: টেনিস।

100+ Sports Gk Questions Answer In Bengali||খেলাধুলা||Part-2

41.লন টেনিস প্রথম কোন্ দেশ প্রচলন করে?

উত্তর: ইংল্যান্ড।

42. টেবিল টেনিস খেলায় মিক্সড ডাবলসে বিশ্বমানের প্রতিযোগিতা কী?

উত্তর: হেডুসেক কাপ।

43. মহিলাদের ইন্টারনেশন্যাল টেবিল টেনিস দলগত চ্যাম্পিয়ানশিপটিকে কী কাপ বলা হয়?

উত্তর: করবিল্লিয়ান।

44, টেবিল টেনিস সাধারণত কত পয়েন্টে খেলা হয়?

উত্তর: ১১ পয়েন্ট।

45. টেবিল টেনিসের টেবিলটির দৈর্ঘ্য কত মিটার হয়ে থাকে?

 উত্তর: ২.৭৪ মিটার।

46. টেবিল টেনিসের টেবিলটির প্রস্থ কত মিটার হয়ে থাকে?

উত্তর: ১.৫২ মিটার।

47. টেবিল টেনিসের জাল কত মিটার লম্বা হবে?

উত্তর: ১৮৩ সেমি।

48. টেবিল টেনিসের জাল কত মিটার চওড়া থাকে?

উত্তর: ১৫.১৫ সেমি। 

49. কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ইয়নেক্স ডাচওপন গ্রাঁ পি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন?

উত্তর: অজয় জয়রাম।

50. ‘টমাস কাপ' প্রতিযোগিতা কবে শুরু হয়?

উত্তর: ১৯৪৮ সালে।

51. ‘উবের কাপ’ প্রতিযোগিতা কবে শুরু হয়?

উত্তর: ১৯৫৬ খ্রিস্টাব্দে। 

52. ব্যাডমিন্টনের ফাটলটি কয়টি ফেদার বা পালক স্তরে সাজানো থাকে?

উত্তর: ১৬টি।

53. সাইনা নেওয়াল কোন্ খেলার সঙ্গে যুক্ত?

উত্তর: ব্যাডমিন্টন।

54. মুম্বই-এ ভারতীয় কাবাডি সংস্থা কবে গঠিত হয়?

উত্তর: ১৯৫০ সালে।

55. চেন্নাই-এ কবে প্রথম কাবাডি জাতীয় প্রতিযোগিতা। শুরু হয়?

উত্তর: ১৯৫২ সালে।

56. একটি কাবাডি খেলা পরিচালনা করতে কতজন পরিচালক প্রয়োজন?

উত্তর: ৬ জন। 

প্রশ্ন: 157. কাবাডি কোন্ দেশের জাতীয় খেলা?

উত্তর: বাংলাদেশের।

58. জুডো খেলার জায়গাটি কত ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে থাকে?

উত্তর: ৩ × ৬ বর্গফুট।

59. জুডো খেলাতে ফেডাপ কথাটির অর্থ কী?

উত্তর: প্রথম দান কালো বেল্ট।

60. জুডো খেলাতে জুনিদান কথাটির অর্থ কী?

উত্তর: দ্বাদশ দান লাল বেল্ট।

61. জুডোখেলার সময় সীমা কত?

উত্তর: সাধারণত ৩ থেকে ২০ মিনিট।

62. জুডো খেলায় একে অপরকে কতক্ষণ পর্যন্ত আটকে রাখতে পারলে ইপ্পন পাওয়া যায়?

উত্তর: ৩০ সেকেন্ড।

63. কোন ভারতীয় প্রথম ১৯২৮ সালে আমস্টার্ডাম অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন?

উত্তর: ডি. ডি. মুখার্জী।

64. সাঁতারে মহিলাদের প্রতিযোগিতা আরম্ভ হয় কোন্ অলিম্পিকে?

উত্তর: পঞম অলিম্পিকে।

65. বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা অলিম্পিক খেলাতে একটি পুলের দৈর্ঘ্য কত হয়ে থাকে।

উত্তর: ৫০ মিটার।

66. বিশ্ব চ্যাম্পিয়ানশিপ খেলাতে সাঁতারের পুলে জলের গভীরতা কমপক্ষে কত হওয়া উচিত?

উত্তর: ১.৮ মিটার।

67. সুইমিং পুলের এক-একটি লেন কত মিটার করে চওড়া হয়?

উত্তর: ২.৫ মিটার।

68. সাঁতার প্রতিযোগিতা কত রকম স্ট্রোকে হয়?

উত্তর: ৪ রকমের।

69. বুলা চৌধুরী কোন্ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?

উত্তর: ২০০১ সালে।

70. কোন ভারতীয় মহিলা দুই বোন একসঙ্গে জিব্রাল্টার প্রণালী পার হন? 

উত্তর: রেশমি শর্মা ও রিচা শর্মা।

71. কটি গুলি ছুঁড়তে হয় ফ্রী রাইফেল ইংলিশ ম্যান শ্যুটিং-এ টার্গেটে?

উত্তর: ৬০টি।

72.ফ্রী রাইফেল ইংলিশ ম্যান শ্যুটিং-এর কত সময় নির্ধারিত আছে?

উত্তর: ১ ঘণ্টা ৩০ মিনিট।

73.ফ্রী রাইফেল শ্যুটিং-এর ক্ষেত্রে শ্যুটারকে মোট কতগুলি গুলি ছুঁড়তে হয়? 

উত্তর: ৮০টি

74. ফ্রী পিস্তলের ক্ষেত্রে একজন শুটারকে কয়টি গুলি ছুঁড়াত হয়?

 উত্তর: ৬০টি।

75. মহিলাদের ৫০ মিটার স্ট্যান্ডার্ড রাইফেল ইভেন্টে কটি গুলি ছুঁড়তে হয়?

উত্তর: ৬০টি।

76. পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলে কটি গুলি ছুঁড়তে হয়? 

উত্তর: ৬০টি।

77. ড্রাইভিং-এ খুব ভালো হলে কত পয়েন্ট দেওয়া 

উত্তর: ৮০ হয়?

78.স্প্রিং বোর্ড ডাইভিং-এর ক্ষেত্রে জলের গভীরতা কত হয়ে থাকে?

উত্তর: ৩ মিটার

79.হাইবোর্ড ডাইভিং-এর ক্ষেত্রে জলের গভীরতা কত হয়ে থাকে?

উত্তর: ৩.৮ মিটার।

80. খো খো খেলা কতজন পরিচালক দ্বারা পরিচালিত হয়?

উত্তর: ৬ জন। 

81. প্রতিটি দলে কতজন করে খেলওার থাকে খো খো খেলায় ? 

উত্তর: ৯ জন।

82.  খো-খো খেলার নির্দিষ্ট নিয়ম-কানুন তৈরি হয় কত সালে?

উত্তর: ১৯৩৩ সালে।

83. খো খো খেলা কতক্ষণ ধরে চলে?

উত্তর: ৩৭ মিনিট।

100+ Sports Gk Questions Answer In Bengali||খেলাধুলা||Part-2

84. গলফ খেলার ক্রীড়া ক্ষেত্রকে কী বলে?

উত্তর: লিঙ্ক/গ্রীম।

85. প্রথম বিশ্বকাপ গলফ কোন দেশ জিতেছে?

উত্তর: স্কটল্যান্ড।

86. ভারতের কোন্ দাবাড়ু প্রথম গ্র্যান্ডমাস্টার হন? 

উত্তর: বিশ্বনাথ আনন্দ।

87. বীর সিং কোন্ খেলার সঙ্গে যুক্ত আছেন?

উত্তর: জিমনাস্টিক।

88. কত সালে আন্তর্জাতিক জিমনাস্টিকস ফেডারেশন গঠিত হয়?

উত্তর: ১৮৮১ সালে।

89. জিমনাস্টিক-এ খেলোয়াড়ের সংখ্যা কত? 

উত্তর: একক বা দলগত হয়।

90. জিমনাস্টিক মোট প্রতিযোগিতা কটি ধাপে অনুষ্ঠিত হয়?

উত্তর: ২টি।

91. জিমনাস্টিকে মোট কটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়?

উত্তর: ৭টি।

92. স্নুকার-এর জন্ম কোথায় হয়েছিল?

উত্তর: ভারতে।

93. গীত শেঠি কোন্ খেলার একটি উল্লেখযোগ্য খেলোয়াড়?

উত্তর: স্নুকার।

94. স্নুকার খেলাতে বলগুলি কত রঙের হয়ে থাকে?

উত্তর: ৭ রং-এর।

95. দাবা খেলার বোর্ডে মোট কতগুলি বোড়ে থাকে? 

উত্তর: ১৬টি।

96. কোন্ ভারতীয় খেলোয়াড় আন্তর্জাতিক দাবা খেলায় কৃতিত্বের পরিচয় দিয়েছেন? 

উত্তর: বিশ্বনাথ আনন্দ।

প্রশ্ন: 197.সর্বপ্রথম কোন্ অলিম্পিকে ভারতের ওয়াটার পোলো দল যোগ দেয়?

উত্তর: ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে।

98. ওয়াটার পোলো খেলার ক্ষেত্রে জলাশয়ের গভীরতা কমপক্ষে কত হওয়া উচিত?

উত্তর: ১ মিটার।

99. ওয়াটার পোলো খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত?

উত্তর: প্রতিদলে ৭ জন। 

100. ক্যারাম খেলাতে কতগুলি ঘুঁটি থাকে?

উত্তর: ১৯টি।

101. কোন্ অলিম্পিকে বক্সিং প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল? 

উত্তর: ১৮৯৬ সালের অলিম্পিকে।

102. হেভিওয়েট বক্সিং-এর ক্ষেত্রে অংশ নিতে গেলে একজন প্রতিযোগীর ওজন কত কিলোগ্রামের বেশি হওয়া উচিত?

উত্তর: ৮১ কিলোগ্রাম!

103. বক্সিং রিং-এর ক্ষেত্রফল কত হয়ে থাকে?

উত্তর: ২০ ফুট × ২০ ফুট।

104. ২০১৫-র এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৭৫ কেজি বিভাগে রুপোর পদক জিতলেন কোন্ ভারতীয় বক্সার?

উত্তর: বিকাশ কৃষ্ণাণ।

105. যে সমস্ত কুস্তিগীরদের ওজন ৪৮ কিগ্রা-র মধ্যে তারা কোন্ বিভাগে অংশ নিয়ে থাকেন?

উত্তর: লাইট ফ্লাই ওয়েট।

106. যে সমস্ত কুস্তিগীরদের ওজন ১০০ কিলোগ্রামের বেশি তাঁরা কোন ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে

থাকেন?

উত্তর: সুপার হেভিওয়েট।

107.বিশ্বকুস্তি চ্যাম্পিয়নশিপে (২০১৫) ৭৪ কেজি ফ্রি-স্টাইল বিভাগে ব্রোঞ্জ পদক কোন্ ভারতীয় জিতলেন?

উত্তর: নরসিং যাদব।

108. এন. কুঞ্জরানি কোন্ খেলার সঙ্গে যুক্ত?

উত্তর: ভারোত্তলন।

109. সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত।

উত্তর: কুস্তি।

110. ২০১৫-র অ্যাথলেটিক্সে পুরুষদের ১০০ মিটারে কে সোনা পান ?

উত্তর: ওড়িশার অমিয়কুমার মল্লিক।

111. স্বপ্না বৰ্মন বল কোন্ খেলাকে বোঝায়?

উত্তর: অ্যাথলেটিক্সের লংজাম্পকে। 

112. ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতক্রম করতে হয় ?

উত্তর: ২৬ মাইল ৩৮৫ গজ।

113. ১০২২ সালের ‘এশিয়ান গেমস’ কোথায় অনুষ্ঠিত

হবে?

উত্তর: চিনের হ্যাংকৌশহরে।

114. পাথম অ্যাফ্রো-এশিয়ান গেমস কোন্ দেশে অনুষ্ঠিত হয়?

উত্তর: হায়দ্রাবাদে (২০০৩ সালে)।

115. যুব কমনওয়েলথ গেমসের (২০১৫) ফাইনালে রুপোর পদক জিতলেন কোন্ ভারতীয় বক্সার?

উত্তর: গৌরব সোলাঙ্কি। 

116. অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে?

উত্তর: কে. ডি. যাদব, ১৯৫২ (কুস্তিতে ব্রোঞ্জ জয়ী)। 

117. অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা ভারতীয় কে?

উত্তর: কর্নম মালেশ্বরী (সিডনি অলিম্পিক, ২০০০) ব্রোঞপদক।


Post a Comment

0 Comments

Ads Area