100+ Indian Constitution GK Questions Answer In Bengali||Part-2||ভারতীয় সংবিধান||

 100+ Indian Constitution GK Questions Answer In Bengali||Part-2||ভারতীয় সংবিধান||

100+ Indian Constitution Questions Answer In Bengali||Part-2||ভারতীয় সংবিধান||

100+ Indian Constitution Questions GK Answer In Bengali||Part-2||ভারতীয় সংবিধান||

১। কখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী অংশ গ্রহণ করতে পারেন না যখন  রাষ্ট্রপতি নির্বাচত হন?

উত্তর: যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য আইন সভার উচ্চকক্ষের সদস্য হন।

২। রাষ্ট্রপতি কর্তৃক জারি করা ‘অর্ডিন্যান্স’ পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর কতদিন পর্যন্ত কার্যকর থাকতে পারে?

উত্তর: ছয় সপ্তাহ পর্যন্ত।

৩। উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে পদচ্যুতি প্রস্তাব কোন্ কক্ষে উত্থাপন করা যায়?

উত্তর : রাজ্যসভায় (উচ্চকক্ষ)।

৪। ভারতের প্রকৃত শাসক কে?

উত্তর : প্রধানমন্ত্রী।

৫। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে?

উত্তর : প্রধানমন্ত্রী।

৬। রাষ্ট্রপতি মন্ত্রীসভার যে-কোনো সিদ্ধান্ত সম্বন্ধে কিছু জানতে চাইলে কার কাছে জানতে চাইবেন?

উত্তর : প্রধানমন্ত্রীর কাছে।

৭। রাষ্ট্রপতি সাধারণত প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করে থাকেন?

উত্তর : লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে।

৮। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উত্তর : জওহরলাল নেহরু।

৯। এমন একজন বেক্তির নাম বল যিনি সর্বাপেক্ষা বেশিদিন ভারতে রাষ্ট্রপতি পদে কে ছিলেন?

উত্তর: ইন্দিরা গান্ধি।

১০। কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সভায় কে সভাপতিত্ব করেন? 

উত্তর : প্রধানমন্ত্রী।

১১। ভারতের কোন্ প্রধানমন্ত্রী তাঁর কার্যকালে একদিনও সংসদে উপস্থিত থাকেন নি?

উত্তর: চৌধুরি চরণ সিং।

১২।  সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : মোরারজি দেশাই-এর।

১৩। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কারা?

উত্তর : ক্যাবিনেট মন্ত্রীরা।

১৪। কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের দপ্তর নিয়ে বিরোধ বাধলে কে তার মীমাংসা করেন?

উত্তর : প্রধানমন্ত্রী।

১৫। ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ?

উত্তর : প্রধানমন্ত্রীর।

১৬। ভারতের পার্লামেন্টের অপর নাম কী?

উত্তর : সংসদ।

১৭। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?

উত্তর : লোকসভা।

১৮। লোকসভায় সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারেন?

উত্তর : ৫৫২ জন।

১৯। কোন দেশের অনুকরণে ভারতের সংবিধান লোকসভা গঠন করেছে?

উত্তর : ব্রিটেনের অনুকরণে।

২০। বর্তমানে লোকসভার সদস্য কতজন আছেন?

উত্তর : ৫৪৫ জন।

২১। লোকসভায় তফশিলি জাতি ও তফশিলি উপজাতির সংখ্যা কত?

উত্তর : ১১৯।

২২। লোকসভার স্পিকারের পদচ্যুতির প্রস্তাব উত্থাপন করতে কতদিনের নোটিশ দিতে হয়?

উত্তর : ১৪ দিনের।

২৩। লোকসভার অধ্যক্ষ কী ধরনের ব্যক্তি হবেন?

উত্তর : রাজনীতি নিরপেক্ষ ব্যক্তি।

২৪। লোকসভার স্পিকার কত বছরের জন্য নির্বাচিত হন?

উত্তর : ৫ বছরের জন্য।

২৫। লোকসভার বিভিন্ন রাজ্যের প্রতিনিধির সংখ্যা কীভাবে স্থির হয়? 

উত্তর : বিভিন্ন রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে।

২৬। লোকসভায় তফশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? 

উত্তর : ২০২০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত।

২৭। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?

উত্তর : গণেশ বাসুদেব মভলঙ্কর।

২৮। লোকসভার সদস্যগণ পদত্যাগ করতে পদত্যাগপত্র কাকে দেবেন?

উত্তর : লোকসভার স্পিকারকে।

২৯। কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে কে সিদ্ধান্ত গ্রহণ করেন?

উত্তর : স্পিকার।

৩০। ১৩ মাস পরেই ভেঙ্গে দেওয়া হয়েছিল একবার নির্বাচন হওয়ার পর কোন লোকসভা? 

উত্তর : দ্বাদশ লোকসভা।

৩১। অর্থবিল কার অনুমতি ভিন্ন লোকসভায় উত্থাপন করা যায় না?

উত্তর : রাষ্ট্রপতির অনুমতি ভিন্ন।

৩২। লোকসভায় ‘কোরাম’ হতে হলে কতজন সদস্যের প্রয়োজন হয়?

উত্তর : মোট সদস্যসংখ্যার এক-দশমাংশ।

৩৩। কার নির্দেশে লোকসভায় কোনো বিষয়ে ভোটগ্রহণ করা হয়?

উত্তর : লোকসভার স্পিকারের। 

৩৪। লোকসভায় মন্ত্রীসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায় কতজন সদস্যের সমর্থনে?

উত্তর : অন্ততপক্ষে ৫০ জন সদস্যের সমর্থনে।

৩৫। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কে => লোকসভায় সভাপতিত্ব করেন?

উত্তর :স্পিকার ঘোষিত চেয়ারম্যানদের প্যানেলের কোনো সদস্য।

৩৬। পার্লামেন্টে কটি বাজেট পেশ করা হয়?

উত্তর : দুটি বাজেট।

৩৭। প্রত্যেক বছর সাধারণত কোন মাসে বাজেট অধিবেশন বসে?

উত্তর : ফেব্রুয়ারি মাসে।

৩৮। লোকসভার সিলেক্ট কমিটির সদস্য সংখ্যা কত?

উত্তর : ১০ জন।

৩৯। ভারতের অ্যাটর্নি জেনারেলের কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর : রাষ্ট্রপতি ইচ্ছামতো। 

৪০। সরকারি গণিতক কমিটির চেয়ারম্যান পদে কে মনোনীত হন?

উত্তর : সাধারণত বিরোধীদলের কোনো সদস্য।

৪১। পশ্চিমবঙ্গ থেকে কতজন সদস্য লোকসভায় থাকতে পারেন ?

উত্তর : ৪২ জন।

৪২। ভারতে সর্বশেষ লোকসভার নির্বাচন হয় কবে?

উত্তর : ২০১৪ সালে।

৪৩। লোকসভার অধ্যক্ষ কীভাবে নির্বাচিত হন?

উত্তর : লোকসভার সদস্যগণ কর্তৃক নিজেদের মধ্য থেকে অধ্যক্ষ নির্বাচিত হন।

৪৪। বর্তমানে রাজ্যসভায় মোট কতজন সদস্য আছেন ? জন।

উত্তর : ২৪৫

৪৫। সংসদের কোন্ কক্ষটিকে প্রবীণদের কক্ষ বলা হয়?

উত্তর : রাজ্যসভাকে।

৪৬। , যদি কোনো সদস্য কারণ না দেখিয়ে কতদিন একাধিক্রমে পস্থিত থাকেন তবে  রাজ্যসভার সদস্যপদ বাতিল হয়ে যায়?

উত্তর :৬০ দিন।

৪৭। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?

উত্তর : রাজ্যসভা।

৪৮। রাজ্যসভায় কোন্ রাজ্যের প্রতিনিধি সংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর : উত্তরপ্রদেশ।

৪৯। ভারতে রাজ্যসভায় প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর ঃ ড. সর্বপল্লি রাধাকৃষাণ।

৫০। লোকসভার সিলেক্ট কমিটির সদস্য সংখ্যা কত?

উত্তর : ১৫ জন।

৫১। কোন্ বিরোধী নেতাকে প্রথম ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়?

উত্তর: ওয়াই. বি. চ্যাবনকে।

100+ Indian Constitution Questions Answer In Bengali||Part-2||ভারতীয় সংবিধান||

৫২। কেন্দ্রীয় সরকারের সকল অর্থ কোথায় জমা থাকে? 

উত্তর : ভারতের সঞ্জিত তহবিলে।

৫৩। লোকসভার সদস্যদের বেতন ও ভাতা কে ঠিক করে দেয়?

উত্তর : পার্লামেন্ট আইন করে। 

৫৪। বর্তমানে লোকসভার অধ্যক্ষ মাসিক কত টাকা করে বেতন পান ? 

উত্তরঃ ১,২৫,০০০ টাকা।

৫৫। পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংসদের কোন কক্ষের একটি কমিটি?

উত্তর : লোকসভার।

৫৬। লোকসভার স্পিকার কখন ভোটদান করতে পারেন?

উত্তর : যদি লোকসভার কোনো বিলের সমান সংখ্যক ভোট পরে।(পক্ষে বা বিপক্ষে) 

৫৭। 'হ্যাগ পার্লামেন্ট' কাকে বলে? 

উত্তর : এটি এমন একটি সংসদ যেখানে কোনো একটি দলই একক সংখ্যাগরিষ্ঠ নয়।

৫৮। লোকসভার কোনো সদস্যকে কার সম্মতি ছাড়া পার্লামেন্টের এলাকার মধ্যে গ্রেপ্তার করা যায় না?

উত্তর : লোকসভার স্পিকারের। 

৫৯। রাজ্যের শাসন- তান্ত্রিক সকল ক্ষমতা রাজ্যপালের ওপর ন্যস্ত হয়েছে সংবিধানের কত নং ধারায় ?

 উত্তর : ১৫৪নং ধারায়।

৬০। কোনো রাজ্যের রাজ্যপাল সে রাজ্যের কোন বিভাগের আনুষ্ঠানিক প্রধান? উত্তর : শাসন বিভাগের।

৬১। একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হতে পারেন কী?

উত্তর : হ্যাঁ, পারেন।

৬২। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন?

উত্তর : শ্রীমতি সরোজিনি নাইডু।

৬৩। স্বাধীনতা লাভের পর পশ্চিমবঙ্গে প্রথম রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হন?

উত্তর : চক্রবর্তী রাজা গোপালাচারী।

৬৪। রাজ্যপাল কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন?

উত্তর : রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকলে।

৬৫। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেন কে?

উত্তর: : রাজ্যপাল।

৬৬। রাজ্যপাল নিয়োগ করে থাকলেও কাদের পদচ্যুত করতে পারে না?

উত্তর : পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের।

৬৭। রাজ্যের অর্থকমিশন কে গঠন করেন? 

উত্তর : রাজ্যপাল।

৬৮। ভারতের অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?

উত্তর: মুখ্যমন্ত্রী।

৬৯। রাজ্যপালকে 'সোনার খাঁচায় বন্দি পাখি কে বলেছেন?

উত্তর : সরোজিনী নাইডু।

৭০। রাজ্যের আকস্মিক তহবিল কার তত্ত্বাবধানে থাকে?

উত্তর : রাজ্যপালের।

৭১। পশ্চিমবঙ্গের প্রথম উপমুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর : জ্যোতি বসু।

৭২। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? 

উত্তর: ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ।

৭৩। রাজ্যের নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? 

উত্তর : রাজ্যপাল দ্বারা।

৭৪। রাজ্যের সকল অধস্তন আদালতের বিচারপতিদের কে নিয়োগ করেন? 

উত্তর : রাজ্যপাল।

৭৫। পশ্চিমবঙ্গের কোন্ মুখ্যমন্ত্রী সর্বাধিক সময় পদে অধিষ্ঠিত ছিলেন?

উত্তর : জ্যোতি বসু।

৭৬। রাজ্যের শাসনকার্যাদি সংবিধান সম্মতভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে রাষ্ট্রপতির কাছে কে রিপোর্ট প্রদান করে থাকেন?

উত্তর : রাজ্যপাল। 

৭৭। রাজ্যপালের সামরিক ক্ষমতা আছে কি?

উত্তরঃ না, নেই।

৭৮। রাজ্যপাল ও মন্ত্রীসভার মধ্যে সংযোগ রক্ষা কে করেন ?

উত্তর ঃ মুখ্যমন্ত্রী।

100+ Indian Constitution Questions Answer In Bengali||Part-2||ভারতীয় সংবিধান||

৭৯। রাজ্যপালের বেতন, ভাতা ইত্যাদি কোথা থেকে দেওয়া হয়?

উত্তর : রাজ্যের সঞ্জিত তহবিল থেকে।

৮০। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যের আইনসভা একটি কক্ষ বা দুটি কক্ষ নিয়ে গঠিত

হতে পারে?

উত্তর ঃ ১৬৮ নং ধারা। 

৮১। দুটি কক্ষ নিয়ে গঠিত রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কী?

উত্তর : বিধান পরিষদ।

৮২। সংবিধান অনুসারে বিধান পরিষদের সদস্যসংখ্যা কতর কম হবে না?

উত্তর :৪০-এর। 

৮৩। কোনো রাজ্যের বিধান পরিষদের সদস্যসংখ্যা সেই রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যার কত বেশি

হবে না?

উত্তর : এক-তৃতীয়াংশের।

৮৪। বিধান পরিষদের অস্তিত্ব বা বিলোপ কার ওপর নির্ভর করে?

উত্তর :বিধানসভার ওপর।

৮৫। বিধানসভা ভেঙ্গে দিলেও স্পিকার কতদিন পর্যন্ত পদে বহাল থাকেন?

উত্তর ঃ যতদিন পর্যন্ত না নতুন স্পিকার নির্বাচিত হচ্ছে। 

৮৬। বিধানসভার সদস্যপ্রার্থীকে মনোনয়ন পত্রের সঙ্গে কত টাকা জামানত হিসেবে দিতে হয়?

উত্তরঃ ৫,০০০ টাকা।

৮৭। ভারতের অঙ্গরাজ্যগুলির বিধানসভা গুলিতে তপশিলি জাতিদের জন্য মোট আসন সংরক্ষিত

আছে কয়টি?

উত্তর : ৫৪৬ টি।

৮৮। ভারতের অঙ্গরাজ্যগুলির বিধানসভাগুলিতে তপশিলি উপজাতিদের জন্য মোট আসন সংরক্ষিত আছে কয়টি ?

উত্তর : ২৯৩ টি। 

৮৯। বিধানসভার কোন সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না?

উত্তর ঃ মনোনীত সদস্যগণ।

৯০। বিধানসভার বিভিন্ন কমিটির সদস্যদের কে মনোনীত করেন ?

উত্তর : বিধানসভার স্পিকার।

৯১। সংবিধানের কততম সংশোধনে পার্লামেন্টকে আইন পাশ করে প্রশাসনিক আদালত গঠন করার ক্ষমতা দেওয়া হয়েছে ?

উত্তর : ৪২তম সংশোধনে।

৯২। কোনো হাইকোর্টের বিচারপতিরূপে কাজ করার কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন ভারতীয় নাগরিক সুপ্রিম কোর্টের বিচারপতিপদে যোগ্য বলে বিবেচিত হতে পারে?

উত্তর : ৫ বছরের।

৯৩। ভারতে সর্বোচ্চ আপিল আদালত কোনটি ?

উত্তর : সুপ্রিমকোর্ট।

৯৪। ভারতের সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী?

উত্তর :ফতেমা বিবি।

৯৫। প্রচলিত ব্যবস্থার বাইরে কোন্ আদালত বিচার করে?

উত্তর : লোক আদালত।

৯৬। ভারতীয় অখণ্ড বিচারব্যবস্থায় সর্বনিম্ন আদালত কোনটি?

উত্তর : ন্যায় পঞ্চায়েত।

৯৭। লোক আদালতের রায়ের বিরুদ্ধে কোন্ আদালতে মামলা করা যায়?

উত্তর : কোনো আদালতেই যায় না।

৯৮। জেলার সর্বোচ্চ আদালত কোন্‌টি?

উত্তর : জেলা জজের আদালত। 

৯৯। জেলা জজের নীচে কোন আদালতের অবস্থান?

উত্তর : সাবজজ আদালতের। 

1০০। কততম সংবিধান সংশোধন অনুসারে ভারতীয় নাগরিকের ভোটদানের বয়স ২১ বৎসর থেকে

কমিয়ে ১৮ বছর করা হয়েছে? 

উত্তর : ৬১তম সংবিধান সংশোধন।


Post a Comment

0 Comments

Ads Area